
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ইইউ ৬ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলকে ২৩ই জুলাই অব্দি দুই সপ্তাহের অনুসন্ধানী মিশনে বাংলাদেশে পাঠিয়েছে। গতকাল শনিবার পর্যবেক্ষক দলের একাংশ এবং আজ রবিবার (৯ জুলাই) ভোরে প্রতিনিধিদলের নেতা চেলেরি রিকার্ডো এবং সদস্য মেরি-হেলেন অ্যান্ডারলিনের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ঢাকায় ইইউ ডেলিগেশন বাংলাদেশ সরকারকে জানিয়েছে অনুসন্ধানী মিশন ২৩ই জুলায়ের ভেতরে মূল নিবার্চনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা যাচাই করবে। এছাড়াও তাঁরা সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠক করতে আগ্রহী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা দেশগুলো এবার অনেক আশংকা প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বলেন, নির্বাচন কমিশনের নিমন্ত্রণে এ সফর আয়োজিত হচ্ছে বলে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কিছু করার নেই। অনুসন্ধানী মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের আগে পূর্ণাঙ্গ নিবার্চন পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।