ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাড়িকে মশামুক্ত রাখার ঘরোয়া উপায়

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ১৬৬২ বার পড়া হয়েছে

সারাদেশে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। দিন দিন মারাত্মক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিনিয়ত হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। বাড়ছে মৃত্যু সংখ্যা। আক্রান্ত হচ্ছে শিশুরা সাথে বয়স্করাও। এমতাবস্থায় রাসায়নিক প্রতিরোধে দ্রুত সমাধান মিলছে ঠিকই কিন্তু সবার কাছে সেই সমাধান পৌছায় না। তাই অনেকেই খুঁজছেন নিজ বাড়িকে মশামুক্ত রাখার প্রাকৃতিক উপায়। আসুন জেনে নেই বাসা-বাড়ি কে কি করে মশামুক্ত রাখা যায়, সেই সাথে পরিবারকে কি করে মশার কামড়ের হাত থেকে দূরে রাখা যায়।

১. মশা যে কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় জমে থাকা বদ্ধ পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব বা ভাঙ্গা পাত্র, ড্রেন, আবর্জনা ইত্যাদি জায়গায় জমে থাকা পানি ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার আশে পাশের পরিবেশ।

২. বাড়ির আঙিনা বা উঠান পরিষ্কার রাখতে হবে। নিয়মিত উপযুক্ত ক্লিনিং এজেন্ট বা দ্রবণ ব্যবহার করে বারান্দা, গ্যারেজ, উঠান, পশু পাখি রাখার জায়গা ইত্যাদি পরিষ্কার করে ফেলতে হবে।

৩. সন্ধ্যা ভোরবেলায় বাড়ির দরজাজানালা বন্ধ রাখা বাঞ্ছনীয়। এ সময় মশা যেন ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।  

৪. মশা প্রতিরোধকারী ফ্যান আলোর ব্যবহার করা যেতে পারে। এতে করে কিছুটা হলে সুরক্ষা পাবে আপনার পরিবার।

৫. জানালায় পর্দা টাঙানো ও ঘুমানোর সময় বিছানায় মশারি টাঙানোর অভ্যাস গড়ে তুলুন। যেসব এলাকায় মশাবাহিত রোগের প্রকোপ বেশি, সেখানে মশারি টাঙানো আবশ্যক। বিশেষ করে এই সময়ে সব বাড়িতেই সুরক্ষা দিতে পারে ভালো মানের মশারি।  

৬. প্রাকৃতিক পোকামাকড় প্রতিরোধক উপাদান সিট্রোনেলা মোমবাতি বা তেল ব্যবহার করা যেতে পারে। সিট্রোনেলা মোমবাতি জ্বালালে বা সিট্রোনেলা তেল ব্যবহার করলে তা আপনার বাড়ির ভেতরের ও বাইরের চারপাশের এলাকা মশামুক্ত রাখবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়িকে মশামুক্ত রাখার ঘরোয়া উপায়

আপডেট সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

সারাদেশে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। দিন দিন মারাত্মক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিনিয়ত হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। বাড়ছে মৃত্যু সংখ্যা। আক্রান্ত হচ্ছে শিশুরা সাথে বয়স্করাও। এমতাবস্থায় রাসায়নিক প্রতিরোধে দ্রুত সমাধান মিলছে ঠিকই কিন্তু সবার কাছে সেই সমাধান পৌছায় না। তাই অনেকেই খুঁজছেন নিজ বাড়িকে মশামুক্ত রাখার প্রাকৃতিক উপায়। আসুন জেনে নেই বাসা-বাড়ি কে কি করে মশামুক্ত রাখা যায়, সেই সাথে পরিবারকে কি করে মশার কামড়ের হাত থেকে দূরে রাখা যায়।

১. মশা যে কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় জমে থাকা বদ্ধ পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব বা ভাঙ্গা পাত্র, ড্রেন, আবর্জনা ইত্যাদি জায়গায় জমে থাকা পানি ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার আশে পাশের পরিবেশ।

২. বাড়ির আঙিনা বা উঠান পরিষ্কার রাখতে হবে। নিয়মিত উপযুক্ত ক্লিনিং এজেন্ট বা দ্রবণ ব্যবহার করে বারান্দা, গ্যারেজ, উঠান, পশু পাখি রাখার জায়গা ইত্যাদি পরিষ্কার করে ফেলতে হবে।

৩. সন্ধ্যা ভোরবেলায় বাড়ির দরজাজানালা বন্ধ রাখা বাঞ্ছনীয়। এ সময় মশা যেন ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।  

৪. মশা প্রতিরোধকারী ফ্যান আলোর ব্যবহার করা যেতে পারে। এতে করে কিছুটা হলে সুরক্ষা পাবে আপনার পরিবার।

৫. জানালায় পর্দা টাঙানো ও ঘুমানোর সময় বিছানায় মশারি টাঙানোর অভ্যাস গড়ে তুলুন। যেসব এলাকায় মশাবাহিত রোগের প্রকোপ বেশি, সেখানে মশারি টাঙানো আবশ্যক। বিশেষ করে এই সময়ে সব বাড়িতেই সুরক্ষা দিতে পারে ভালো মানের মশারি।  

৬. প্রাকৃতিক পোকামাকড় প্রতিরোধক উপাদান সিট্রোনেলা মোমবাতি বা তেল ব্যবহার করা যেতে পারে। সিট্রোনেলা মোমবাতি জ্বালালে বা সিট্রোনেলা তেল ব্যবহার করলে তা আপনার বাড়ির ভেতরের ও বাইরের চারপাশের এলাকা মশামুক্ত রাখবে।