শনিবার (৮ জুলাই) মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে স্পেনপ্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুতাসিমুল ইসলাম।
দূতাবাসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম প্রবাসী বাংলাদেশি কমিউনিটি স্পেনে বসবাস করে। মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম চালু করার মাধ্যমে তাদের অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হলো। এখন থেকে স্পেনপ্রবাসী সকল বাংলাদেশি নাগরিকগণ ই-পাসপোর্ট সংক্রান্ত সকল সেবা ও সুবিধা স্পেন থেকেই নিতে পারবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮-২০১৯ অর্থবছর থেকে পরবর্তী ১০ বছরের জন্য অগ্রাধিকার প্রকল্পের অধীনে ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা’এর আওতায় ২০২০ সালের ২২ জানুয়ারি বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তির নিরাপদ ভ্রমণ দলিল ই-পাসপোর্ট উদ্বোধন করেন যাতে ‘ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ’রয়েছে। দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম বাংলাদেশেই ই-পাসপোর্ট চালু হয়।
ই-পাসপোর্টে ৩৮টিরও বেশি নিরাপত্তাসূচক মাইক্রোপ্রসেসর চিপে বায়োমেট্রিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পাসপোর্টধারীর রঙিন ছবি, দশ আঙুলের ছাপ, চোখের আইরিশ, স্থায়ী বা বর্তমান ঠিকানা, পূর্ববর্তী পাসপোর্টের রেকর্ড, ইত্যাদি রেকর্ড থাকে। প্রবাসে ২৫টি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু আছে। ২৬তম মিশন হিসেবে স্পেনের মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম চালু হল। ভবিষ্যতে আরো ৫৪টি মিশনে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।