
ভিন্নধর্মী অভিনয় দক্ষতা নিয়ে দাপটের সাথে বলিউডে কাজ করে চলেছেন অভিনেতা অনুপম খের। নিজেই জানালেন ক্যারিয়ারের ৫৩৮ তম কাজ টি তার অভিনয় জীবন ও ক্যারিয়ারের ‘বিশেষ’ কাজ হতে চলেছে।
সেই আভাস দিতেই সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে একটি ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজের ভক্ত শ্রোতাদের চমক দিলেন সাহসী এই অভিনেতা। যেখানে তিনি পাকা চুল-দাড়িতে দাঁড়িয়ে রয়েছেন একেবারে রবিঠাকুরের মত। পরনে তার রবীন্দ্রনাথের মতো পোশাক। হুট করে দেখে চেনার উপায় নেই যে এটা অনুপম খের। ঠিক যেন কবি গুরু রবীন্দ্রনাথ! আর তাতেই এই সিনেমার প্রতি আগ্রহ বেড়ে গেলে সকলের।
বিষ্ময় দূর করতে অনুপম খের নিজেই জানিয়েছেন, আসছে সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন তিনি এবং এই চরিত্রে অভিনয় করতে পেরে তিনি গর্বিত।
জানা যায়, শান্তিনিকেতনে কয়েক মাস আগে এসেছিলেন অনুপম খের। বোলপুর থেকে শেয়ার করেছিলেন বেশ কিছু ছবি, ভিডিও। সেখানেই দেখা গিয়েছিল তিনি বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে রবীন্দ্রসংগীত গাইছেন। এই সিনেমার আভাস পাওয়া গিয়েছিল তখনই।
আপাতত পরিচালক,অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত অনুপম খের। এছাড়াও কঙ্গনা রানাউতের ‘ইর্মাজেন্সি’ তে দেখা যাবে তাঁকে।