শনিবার (৮ জুন ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আয়োজিত ‘গণতন্ত্র নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুর রহমান মান্না । মান্না বলেন, ‘এই সরকার খুবই দুর্বল সরকার। এরা সবসময়ই ভয়-ভীতির মধ্যে আছে। দেশের মানুষ বলে সরকার কবে যাবে। আমরা এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্মিলিতভাবে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করব। বিজয় আমাদের হবেই, বিজয় অনেক দূরে নয়।‘
অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক ছাত্রনেতা ও রাষ্ট্রচিন্তক এম নাজমুল হাসান। নাজমুল হাসান তাঁর প্রবন্ধে আওয়ামীলীগ সরকারের আমলের গুম, খুন ও সীমান্ত হত্যার পরিসংখ্যান তুলে ধরেন । এছাড়াও সাবেক এই ছাত্রনেতা তাঁর প্রবন্ধে আওয়ামী সরকারের আমলে সাংবাদিক নির্যাতন সহ বিচার বহির্ভুত হত্যা , হামলা , মামলা সহ বিভিন্ন বিষয়ে তথ্য উপাত্য তুলে ধরেন ।
এছাড়াও প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ‘কোনো সরকার যদি কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, অনমনীয় হয়। জনগণ যদি শান্তিতে থাকতে না পারে তাহলে সেই সরকারের পতন অনিবার্য। যেমন এখন যেকোনো মুহূর্তে এ সরকারের পতন হতে পারে। মানুষ হাজারে হাজারে নয়, লাখে লাখে নয়, কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসতে পারে।‘
এই আলোচনা সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।