ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাফে ভালো খেলায় অর্ধকোটি টাকা পুরষ্কার পেল জামাল ভূঁইয়ারা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ১৬৭৩ বার পড়া হয়েছে

২০০৯ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলার পর আবারো ১৪ বছর পর প্রথম বার ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল পর্যন্ত খেলে সাম্প্রতিক সময়ের সেরা পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। দলের এমন মনোবলে খুশি হয়ে জামাল ভূঁইয়াদের অর্ধ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল বাফুফে। ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে জামাল ভূঁইয়ারা।

রবিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে জামাল-তপুদের হাতে সেই অর্থ তুলে দেওয়া হয়েছে। প্রত্যেক ফুটবলার দেড় লাখ টাকা পেয়েছেন। এছাড়া সাফের তিন খেলোয়াড়কে আলাদা করে বাড়তি অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে। তরুণ ফুটবলার শেখ মোরসালিন ও সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো এক লক্ষ টাকা করে পেয়েছেন। আর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ পেয়েছেন ৫ লক্ষ টাকা।

বিশ্বনাথের টিম স্পিরিটের প্রশংসা করে সালাউদ্দিন বলেছেন, ‘বিশ্বনাথ নিজেই ঘোষণা দিয়েছিল দল সেমিফাইনালে জিতলে সে পাঁচ লাখ টাকা দেবে। এটা স্পিরিটের অংশ। এ রকম খেলোয়াড়ই আমার দরকার। তাকেও আমার পক্ষ থেকে সামান্য অর্থ পুরস্কার।’

বাফুফে সভাপতি আর্থিক বোনাস প্রদান সম্পর্কে বলেছেন, ‘আমার তেমন সামর্থ্য নেই। তাই খুব সামান্য অর্থ দিচ্ছি। তোমরা অবশ্যই এর চেয়ে বেশি ডিজার্ভ করো। আমার সামর্থ্য থাকলে অবশ্যই আরও বেশি দিতাম।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার আনিসু রহমান জিকোকে প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশের বাজপাখি, আমাদের অহংকার।’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফে ভালো খেলায় অর্ধকোটি টাকা পুরষ্কার পেল জামাল ভূঁইয়ারা

আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

২০০৯ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলার পর আবারো ১৪ বছর পর প্রথম বার ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল পর্যন্ত খেলে সাম্প্রতিক সময়ের সেরা পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। দলের এমন মনোবলে খুশি হয়ে জামাল ভূঁইয়াদের অর্ধ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল বাফুফে। ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে জামাল ভূঁইয়ারা।

রবিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে জামাল-তপুদের হাতে সেই অর্থ তুলে দেওয়া হয়েছে। প্রত্যেক ফুটবলার দেড় লাখ টাকা পেয়েছেন। এছাড়া সাফের তিন খেলোয়াড়কে আলাদা করে বাড়তি অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে। তরুণ ফুটবলার শেখ মোরসালিন ও সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো এক লক্ষ টাকা করে পেয়েছেন। আর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ পেয়েছেন ৫ লক্ষ টাকা।

বিশ্বনাথের টিম স্পিরিটের প্রশংসা করে সালাউদ্দিন বলেছেন, ‘বিশ্বনাথ নিজেই ঘোষণা দিয়েছিল দল সেমিফাইনালে জিতলে সে পাঁচ লাখ টাকা দেবে। এটা স্পিরিটের অংশ। এ রকম খেলোয়াড়ই আমার দরকার। তাকেও আমার পক্ষ থেকে সামান্য অর্থ পুরস্কার।’

বাফুফে সভাপতি আর্থিক বোনাস প্রদান সম্পর্কে বলেছেন, ‘আমার তেমন সামর্থ্য নেই। তাই খুব সামান্য অর্থ দিচ্ছি। তোমরা অবশ্যই এর চেয়ে বেশি ডিজার্ভ করো। আমার সামর্থ্য থাকলে অবশ্যই আরও বেশি দিতাম।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার আনিসু রহমান জিকোকে প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশের বাজপাখি, আমাদের অহংকার।’