সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ও জেলাগুলোতে মাদক অভিযানের চালচিত্র তুলে ধরে ডিএমপি। আজ রবিবার (০৯ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয় শনিবার (০৮ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে ১১ হাজার ৩৬৬ টি ইয়াবা, ৮ কেজি ৪১০ গ্রাম গাঁজা, ৪০৮.৩ গ্রাম ও ৯৫ পুরিয়া হেরোইন ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। এ বিষয়ে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।
এদিকে শনিবার (০৮ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ,ঢাকা-সিলেট মহাসড়কে নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ফারুক মিয়া (৩৬) নামে এক মাদক কারবারীর ঢাকাগামী একটি পিকআপ এর সামনের দুই চাকার মার্ডগার্ডের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় স্কচটেপ ও পলিথিন মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
শনিবার (০৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৯১১৬ পিস ইয়াবা, ১০ কেজি ২৫ গ্রাম গাঁজা, ৪৬৬ গ্রাম ২৫০ পুরিয়া হেরোইন ও ২ বোতল ফেনসিডিলসহ ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ও ৫২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা শুক্রবার (০৭ জুলাই) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ২৪০ পিস ইয়াবা, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২১৪ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, বিদেশি মদ ২ বোতল ও ১০টি ট্যাপেন্টেডল ট্যাবলেট উদ্ধার করে ৫৪ জনকে গ্রেফতার করে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ৩ হাজার ৪৭৪ পিস ইয়াবা, ৫৫ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা ও ৩৯৩ দশমিক ৭ গ্রাম ১৪৬ পুরিয়া হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।