সমালোচনার ঝড় কে পিছু হটিয়ে গেল ৭ জুলাই পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশী অভিনেত্রী মিথিলার নতুন সিনেমা “মায়া”। বরাবরই মিথিলা কি করছেন তা নিয়ে দুই বাংলার মানুষের বেশ আগ্রহ থাকে। আর “মায়া” নিয়ে অপেক্ষা চলছিল লম্বা একটা সময় ধরেই। নির্মাতা রাজর্ষী দে’র সাথে “মায়া”তে নিজের নাম জুড়েছিলেন সেই ২০২১ সালেই। অবশেষে মুক্তির আলো দেখতে পেল সিনেমাটি।
ইতিমধ্যেই বড় পর্দায় মিথিলার অভিনয় সকলের নজর কেড়েছে। হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা যেগুলো কোলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে। তন্মধ্যে রয়েছে, অর্ণব মিদ্যার পরিচালনায় ‘মেঘলা’, অরুণাভ খাসনবিশের অ্যান্থলজি ফিল্ম ‘নীতিশাস্ত্র’। এছাড়াও কাজ করছেন অনির্বাণ চক্রবর্তীর নির্মাণে ‘ও অভাগী’ নামের একটি ছবিতে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd