সাইট হ্যাক নয়, কারিগরি ত্রুটির কারণে নাগরিকদের তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ রোববার (৯ জুলাই) সকালে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে তিনি এই দাবী করেন।
পলক বলেন , সরকারি গুরুত্বপূর্ণ ২৯টি ওয়েবসাইটের একটি থেকে তথ্য ফাঁস হয়েছে। সেখানে যে ধরনের নিরাপত্তা প্রয়োজন ছিল, তা পর্যাপ্ত ছিল না। এ বিষয়ে আগামীকাল সোমবার প্রশাসনের জরুরি বৈঠকে বসবে ।
গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানায় বাংলাদেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।
টেকক্রাঞ্চের এই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে সরকারি একটি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে। নিরাপত্তার জন্য নির্দিষ্ট করে তারা ওয়েবসাইটের নাম প্রকাশ করেনি ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd