রোববার (৯ জুলাই) সকাল সাতটার দিকে কিশোরগঞ্জ পৌর এলাকার শহরের কানিকাটা এলাকার বেপারীবাড়ির পুকুরের পশ্চিম দিকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের (৬২) লাশ পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার বাড়ি থেকে বের হয়ে রাতে তিনি বাড়ি ফিরে আসেন নি। সর্বশেষ সন্ধ্যার পর তার ছোট ছেলে নাবিলের সাথে ফোনে কথা বলেছিলেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, নিহতের শরীরে কোন আাঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ব্যবহৃত জিনিসপত্র তার সঙ্গেই পাওয়া গেছে। এলাকায় বিষয়টি জনমনে আতংক ও চাঞ্চল্য সৃষ্টি করেছ। তার পরিবারকে সব ধরণের আইনি সহায়তা দেওয়া হবে। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd