হলিউড অভিনেতা টম ক্রুজের অভিধানে “ইমপসিবল” বলে কিছুই নেই। আবারো সেটাই প্রমাণ করলেন এই নায়ক। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১২ জুলাই) ভারতে মুক্তি পাবে টম অভিনীত সিনেমা ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’।
সম্প্রতি মিশন ইমপসিবল টিম গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুভির প্রচার প্রচারণার কাজে। হলিউডের এই হার্টথ্রব সেখানেই সঞ্চালক কে বাজিমাত করে দিয়ে তাকে অনুকরণ করে হিন্দিতে কথা বলে উঠলেন। উপস্থিত জনতা এক মুহুর্তে থমকে গেলেন তার মুখে সাবলীল হিন্দি ভাষা শুনে। আরেকবার টম ক্রুজ বুঝিয়ে দিলেন, তাকে বোঝা এবং টক্কর দেওয়া আসলেই ইমপসিবল !
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd