ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আফগানদের স্পিন বিশ্বসেরা: পোথাস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ১৭৫৯ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। ছবি : সংগৃহীত

রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবী আফগানিস্তানের এই তিন স্পিনার বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার। বিশ্বের সেরা সেরা সব ব্যাটারদেরকে এই তিন ত্রয়ী স্পিনারদের সামলাতে হিমশিম খেতে দেখা যায়। সুতরাং এখানে ধরাবাধার কিছুই নেই, রশিদদের খুবই গুরুত্ব সহকারে সমীহের চোখে দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসও।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের আগেরদিন আজ (সোমবার) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন নিক পোথাস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে  অকপটে জানালেন আফগান স্পিনারদের রাজত্বের কথা। পোথাস বলছিলেন  ‘সত্যি বলতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক বিশ্বসেরা।’

আফগানিস্তানের স্পিনারদের কাছে দুই ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করেছেন লিটন-শান্তরা। বিশেষ করে মুজিব-উর-রহমান এবং রশিদ খানের বলে যেন কিছুই করার ছিল না কারোরই। এই দুই স্পিনার মিলে নিয়েছেন ৯ উইকেট। আরেক স্পিনার মোহাম্মদ নবীও দুই ম্যাচে পেয়েছেন দুই উইকেট।

টি-টোয়েন্টি দলের চট্টগ্রামের অনুশীলনে তাই বাড়তি নজর ছিলো স্পিনের দিকে। ব্যাটারদের সাথে স্পিন নিয়েই কাজ করেছেন নিক পোথাস। আফগান স্পিনারদের কীভাবে সামাল দেওয়া যায় সেটাও দেখিয়ে দিয়েছেন এই ট্যাকটিশিয়ান।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও দলের সাজাতে কোন হেরফের হচ্ছে না। দলের সকল খেলোয়াড়ই পেশাদার এমনটি মনে করেন তিনি। এছাড়া বাংলাদেশ দুর্দান্ত এক দল খেলোয়াড়, যে কারণে শেষ ম্যাচ সব প্রস্তুতিই আছে টাইগার ক্রিকেটারদের।

পোথাস বলছিলেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়দের নিয়ে কথা বলছি। এই ছেলেরা খুবই পেশাদার তাদের কাজ নিয়ে। আমাদেরকে খুব বেশি তাতিয়ে দেওয়ার দরকার নেই। তারা সব সময়ই প্রস্তুত। এরা দুর্দান্ত এক দল খেলোয়াড়।’ নিজেদের সেরাটা  খেলেতে পারলে তাদের ভবিষ্যৎ সুন্দর হবে।

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানদের স্পিন বিশ্বসেরা: পোথাস

আপডেট সময় : ১১:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবী আফগানিস্তানের এই তিন স্পিনার বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার। বিশ্বের সেরা সেরা সব ব্যাটারদেরকে এই তিন ত্রয়ী স্পিনারদের সামলাতে হিমশিম খেতে দেখা যায়। সুতরাং এখানে ধরাবাধার কিছুই নেই, রশিদদের খুবই গুরুত্ব সহকারে সমীহের চোখে দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসও।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের আগেরদিন আজ (সোমবার) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন নিক পোথাস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে  অকপটে জানালেন আফগান স্পিনারদের রাজত্বের কথা। পোথাস বলছিলেন  ‘সত্যি বলতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক বিশ্বসেরা।’

আফগানিস্তানের স্পিনারদের কাছে দুই ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করেছেন লিটন-শান্তরা। বিশেষ করে মুজিব-উর-রহমান এবং রশিদ খানের বলে যেন কিছুই করার ছিল না কারোরই। এই দুই স্পিনার মিলে নিয়েছেন ৯ উইকেট। আরেক স্পিনার মোহাম্মদ নবীও দুই ম্যাচে পেয়েছেন দুই উইকেট।

টি-টোয়েন্টি দলের চট্টগ্রামের অনুশীলনে তাই বাড়তি নজর ছিলো স্পিনের দিকে। ব্যাটারদের সাথে স্পিন নিয়েই কাজ করেছেন নিক পোথাস। আফগান স্পিনারদের কীভাবে সামাল দেওয়া যায় সেটাও দেখিয়ে দিয়েছেন এই ট্যাকটিশিয়ান।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও দলের সাজাতে কোন হেরফের হচ্ছে না। দলের সকল খেলোয়াড়ই পেশাদার এমনটি মনে করেন তিনি। এছাড়া বাংলাদেশ দুর্দান্ত এক দল খেলোয়াড়, যে কারণে শেষ ম্যাচ সব প্রস্তুতিই আছে টাইগার ক্রিকেটারদের।

পোথাস বলছিলেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়দের নিয়ে কথা বলছি। এই ছেলেরা খুবই পেশাদার তাদের কাজ নিয়ে। আমাদেরকে খুব বেশি তাতিয়ে দেওয়ার দরকার নেই। তারা সব সময়ই প্রস্তুত। এরা দুর্দান্ত এক দল খেলোয়াড়।’ নিজেদের সেরাটা  খেলেতে পারলে তাদের ভবিষ্যৎ সুন্দর হবে।