
ওটিটির (ওভার দ্য টপ) রমরমা যুগেও চাহিদা কমেনি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের। অন্যান্য দেশের মতো পাকিস্তানেও নাটক নির্মাতাদের কাছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব।
দেশটির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিল ‘তেরে বিন’ যা ইউটিউবে প্রচারিত হবার পর বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে। প্রতিটি পর্বে ভিউ করেছেন লাখ লাখ দর্শক। ফলশ্রুতিতে শুধু এই নাটক থেকেই এর ইউটিউব চ্যানেলটি আয় করেছে এক বিলিয়ন পাকিস্তানি রুপি অর্থাৎ ১০০ কোটি টাকারও বেশি। সম্প্রতি এই আয়ের তথ্য প্রকাশিত হয়েছে।
‘তেরে বিন’ ছিল একটি রোমান্টিক সিরিজ যা প্রচারিত হয়ে আসছিল পাকিস্তানের জিও টিভিতে। সেভেন্থ স্কাই এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘তেরে বিন’ প্রযোজনা করেন আবদুল্লাহ কাদওয়ানি ও আসাদ কুরেশি। জনপ্রিয় এই ধারাবাহিক নাটকটি মোট ৫৮টি পর্বে নির্মিত হয় এবং গত ৬ জুলাই শেষ হয় জনপ্রিয়তার তুঙ্গে থাকা পাকিস্তানি সিরিয়াল “তেরে বিন”।