
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৮৯ জন, এর মধ্যে মারা গিয়েছেন তিন জন। একদিনে সর্বোচ্চ ৮৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন গতকাল। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (১০ জুলাই) এই তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫৭৪ জন ও সমগ্র বাংলাদেশের ৩১৫ জন।