প্রধানমন্ত্রীর কথা বলার আশ্বাসে কর্মসূচি আপাতত স্থগিত করেছেন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। আজ সোমবার (১০ জুলাই) বিকালে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যান তারা। চিকিৎসকদের স্মারকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর এপিএস-১। উল্লেখ্য, চিকিৎসকরা গত ৮ জুলাই থেকে তাদের নিয়মিত ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে কর্মবিরতি পালন করে আসছিলেন। চিকিৎসকদের দাবি, তাদের ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করা ও ভাতা নিয়মিতকরন।
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর আশ্বাসে চিকিৎসকদের কর্মসূচী স্থগিত
- অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- ১৬৬০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ