
প্লেনের ভিতরে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ায় লিভারপুল যাওয়ার আগে ফ্লাইট থেকে ১৯ জন যাত্রীকে নামিয়ে দিয়েছিল যুক্তরাজ্যভিত্তিক ইজিজেট ল্যানজারোট এয়ারলাইন্স।
ঘটনাটি ঘটে গত ৫ জুলাই। খারাপ আবহাওয়া এবং বিমানের ওজনের কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছিল। বিমানটির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে টেক অফ করার কথা ছিল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ক্র বলছেন, আজ এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে অনেকেজন হওয়ায় প্লেনটি বেশ ভারী হয়ে গেছে এবং বাইরের আবহাওয়া খুব একটা ভালো নয়। এই অবস্থা আমাদের যাত্রা করা বিপদের কারন হতে পারে।
সংবাদমাধ্যমকে ওই প্লেনের পাইলট বলেন, বাতাসের অবস্থা এবং সকলের নিরাপত্তার জন্য এটার কারা ছাড়া আমাদের আর কোন উপায় ছিলো না। এই ধরণের সমস্যা সমাধানের একটি উপায় হলো প্লেনটিকে কিছুটা হালকা করা। এরপর তিনি ১৯ জন যাত্রীকে প্লেন থেকে নেমে যেতে এবং আজ রাতে লিভারপুলে না যাওয়ার জন্য আমন্ত্রণ জানান।
পাইলট আরও ঘোষণা করেন, নেমে যাওয়া প্রতিটি যাত্রীকে ৫০০ ইউরো (৬০ হাজার টাকা) পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে।