দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বগুড়ার ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বগুড়ার স্পেশাল জজ অম্লান কুমার জিষ্ণু তাদের বিরুদ্ধে এ রায় দেন।
রায়ে একই সাথে আত্মসাৎ করা ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।
আসামীরা হলেন, খলিলুর রহমান, আব্দুল বারী, আব্দুস সালাম ও ইউনুস আলী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক পৃথক ধারায় মোট ১৫ বছর করে সাজা দেওয়া হয়েছে বলে দুদকের সরকারি কৌশলী (পিপি) এস এম আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।
২০১৫ সালে করা মামলার শুনানি শেষে আদালত এই রায় দিল। মামলার বাদী বগুড়া দুর্নীতি দমন কমিশনের সাবেক সহকারি পরিচালক আমিনুল ইসলাম।