ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

ছবি- ইন্টারনেট

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার বড়গাছী কামারপাড়া এলাকার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫), তার ভাই নাইমুল ইসলাম (৬৮) ও ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৫০)।

এ ছাড়া আহতরা হলেন, মো. সোলেমান (৫০), মো. মনিরুল (৪৫), মো. রায়হান (৩৫), রজব (৩১), মো. আমু (২২) ও ইউনুস (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ১০ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ০৩:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার বড়গাছী কামারপাড়া এলাকার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫), তার ভাই নাইমুল ইসলাম (৬৮) ও ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৫০)।

এ ছাড়া আহতরা হলেন, মো. সোলেমান (৫০), মো. মনিরুল (৪৫), মো. রায়হান (৩৫), রজব (৩১), মো. আমু (২২) ও ইউনুস (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ১০ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে প্রক্রিয়াধীন রয়েছে।