ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৩০ টি ব্যান্ডদল কে একসাথে পাওয়া যাবে “ঢাকা সামার কন ২০২৩” এ –

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ১৭৭২ বার পড়া হয়েছে

দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩” এর প্রস্তুতি চলছে জোরেসোরে। আর মাত্র ২ দিন পর থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী এই উৎসব। একসাথে পাওয়া যাবে আর্টসেল, ওয়ারফেজ, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফার মতো চমৎকার সব ব্যান্ডদল কে। তাই এই উৎসব নিয়ে সঙ্গীতপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৩ জুলাই থেকে ১৫ জুলাই এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে। উদ্বোধনী দিনটি বরাদ্দ হয়েছে প্রথম ৮টি ব্যান্ডের জন্য। তারা হলেন – ওল্ড ঢাকা ডায়েরিজ, ফিরোজ জং, লেভেল ফাইভ, ওউনড, অড সিগনেচার, ইন্দালো, বাংলা ফাইভ এবং ড্যাডস ইন দ্য পার্ক। এর বাইরে সংগীত প্ল্যাটফর্ম হাতিরপুল সেশনসের পরিবেশনাও থাকবে।

১৪ জুলাই পারফর্ম করবে – মেসিয়ানিক এরা, সাবকনশাস, আফটারম্যাথ, নেইভ, এনকোর, অ্যাশেজ, ব্রহ্মপুত্র, সোনার বাংলা সার্কাস, ক্রিপটিক ফেইট ও আর্টসেল।

১৫ জুলাই সমাপনী আয়োজনের মঞ্চে থাকবে আপনাদের পছন্দের ব্যান্ড দল – ব্ল্যাক, আরবোভাইরাস, আপেক্ষিক, অ্যাভয়েড রাফা, মেকানিকস, কার্নিভাল ও ওয়ারফেইজ। পাশাপাশি এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েতেরও গান পরিবেশন করার কথা রয়েছে।

কনসার্টের টিকিট গেটসেটরক ডটকমে পাওয়া যাচ্ছে। এছাড়া তাদের ফেসবুক পেইজেও রয়েছে সব ধরণের আপডেট।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩০ টি ব্যান্ডদল কে একসাথে পাওয়া যাবে “ঢাকা সামার কন ২০২৩” এ –

আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩” এর প্রস্তুতি চলছে জোরেসোরে। আর মাত্র ২ দিন পর থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী এই উৎসব। একসাথে পাওয়া যাবে আর্টসেল, ওয়ারফেজ, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফার মতো চমৎকার সব ব্যান্ডদল কে। তাই এই উৎসব নিয়ে সঙ্গীতপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৩ জুলাই থেকে ১৫ জুলাই এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে। উদ্বোধনী দিনটি বরাদ্দ হয়েছে প্রথম ৮টি ব্যান্ডের জন্য। তারা হলেন – ওল্ড ঢাকা ডায়েরিজ, ফিরোজ জং, লেভেল ফাইভ, ওউনড, অড সিগনেচার, ইন্দালো, বাংলা ফাইভ এবং ড্যাডস ইন দ্য পার্ক। এর বাইরে সংগীত প্ল্যাটফর্ম হাতিরপুল সেশনসের পরিবেশনাও থাকবে।

১৪ জুলাই পারফর্ম করবে – মেসিয়ানিক এরা, সাবকনশাস, আফটারম্যাথ, নেইভ, এনকোর, অ্যাশেজ, ব্রহ্মপুত্র, সোনার বাংলা সার্কাস, ক্রিপটিক ফেইট ও আর্টসেল।

১৫ জুলাই সমাপনী আয়োজনের মঞ্চে থাকবে আপনাদের পছন্দের ব্যান্ড দল – ব্ল্যাক, আরবোভাইরাস, আপেক্ষিক, অ্যাভয়েড রাফা, মেকানিকস, কার্নিভাল ও ওয়ারফেইজ। পাশাপাশি এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েতেরও গান পরিবেশন করার কথা রয়েছে।

কনসার্টের টিকিট গেটসেটরক ডটকমে পাওয়া যাচ্ছে। এছাড়া তাদের ফেসবুক পেইজেও রয়েছে সব ধরণের আপডেট।