চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পায়ে চোট পান ইবাদত হোসেন। তৃতীয় ওয়ানডে যে খেলতে পারবেন না এই পেসর, তা ওদিনই জানা গিয়েছেলো। এবার আসলো আরও বড় দুঃসংবাদ, বাঁ হাঁটুরে ইনজুরিতে টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না ইবাদতের।
দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ইনিংসের ব্যাক্তিগত শেষ ওভারের বোলিং করার সময় তৃতীয় বলটি করতে গিয়ে চোটে পড়েন ইবাদত হোসেন। শুরুতে হাঁটুতে হাত দিয়ে বসে থাকেন ইবাদত। কিছুক্ষণ পর ফিজিওর সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। সিরিজ না খেলতে পারলেও দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া সারবেন ইবাদত। বিসিবির ফিজিও মুজাদ্দেজ আলফা বলেন, ‘এমআরআই রিপোর্ট থেকে জানা গেছে, এটি তেমন কোনো গুরুতর চোট নয়। আমরা আশা করছি, দুই সপ্তাহের মধ্যেই উনি সেরে উঠবেন।
আাগামীকাল ১১জুন (মঙ্গলবার) দুপুর ২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরেজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
আগামী ১৪ই জুলাই সিলেটে শুরু হবে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির লড়াই। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ই জুলাই।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd