১টি নয়, ২টি নয়, ৩ টি নয় গুণে গুণে ১৫ নারীকে বিয়ে করেছেন মহেশ কে বি নায়েক নামে এক ব্যক্তি। পেশায় কখনো তিনি ডাক্তার, কখনও ইঞ্জিনিয়ার, কখনও বড় ব্যবসায়ী, ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে শিক্ষিত ও স্বাবলম্বী নারীদের বিয়ে করতেন ভারতের বেঙ্গালুরুর বনশঙ্কারির এই বাসিন্দা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মাইসুরু সিটি পুলিশ এই প্রতারণার দায়ে গত শনিবার মহেশকে গ্রেফতার করে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ১৫ জন নারীকে ভিন্ন ভিন্ন পরিচয়ে বিয়ে করেছেন এই প্রতারক যুবক।
পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, চলতি বছরের শুরুতেই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেছিলেন মহেশ। ওই নারীর অভিযোগের ভিত্তিতেই তুমাকুরু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে। মহেশ যে ১৫ নারীকে বিয়ে করেছেন, তাদের মধ্যে চারজনের ঘরে সন্তান রয়েছে তার।
প্রতিবেদনে আরও বলা হয়, নারীদের ফাঁদে ফেলার জন্য মহেশ পাত্র-পাত্রী খোঁজার ওয়েবসাইট ব্যবহার করতেন। তিনি বেশিরভাগ সময় একজন প্রকৌশলী বা চিকিৎসক হিসাবে নিজেকে পরিচয় দিতেন। তার দাবির প্রমাণ দিতে, তুমাকুরুতে একটি ভুয়া ক্লিনিক করেছিলেন মহেশ। তবে ইংরেজির দক্ষতা কম থাকায় অনেকে তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
পুলিশ আরও জানায়, মহেশ স্ত্রীদের সাথে খুব কমই দেখা করতেন। তিনি যাদের বিয়ে করেছিলেন তাদের বেশিরভাগই সুশিক্ষিত এবং আর্থিকভাবে স্বাবলম্বী। লোকলজ্জার ভয়ে মহেশের প্রতারণা বুঝতে পেরেও কখনো পুলিশে অভিযোগ দায়ের করেননি তারা।
এই খবর প্রচারের পর থেকেই মহেশের ১৫ বিয়ে টক অব দ্যা কন্ট্রিতে রূপান্তরিত হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd