অপেক্ষার পালা শেষ হলো। ২ মিনিট ১২ সেকেন্ড। টিজার বা ট্রেলার নয়, প্রিভিউ। বাংলায় একে “ঝলক” বললে ভুল হবে না। তাতেই কুপোকাত বলিউড।
প্রকাশ্যে এলো শাহরুখের নতুন মুভি ‘জওয়ান’-এর ট্রেলার। টানটান উত্তেজনা, একের পর এক নতুন লুক, ঠোঁটের কোণায় সেই বাঁকা হাসি, শক্তিশালী ডায়লগ আর বলিউড বাদশাহ’র গলার আওয়াজ দিয়ে শুরু করে রহস্যে ঘেরা এই ট্রেলার আগা থেকে গোড়া পুরোটাই বেধে রেখেছে ভক্তদের। আটলির পরিচালনায় রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় শাহরুখ খানের এ বছরের দ্বিতীয় ছবি বলে দিচ্ছে, পাঠানের চাইতেও ব্যাবসা সফল হতে পারে “জওয়ান”। বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকনকেও। সব মিলিয়ে শাহরুখ এখন নিজেই তার প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হতে যাচ্ছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd