
মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে সফররত ইইউ প্রতিনিধি দল। অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। পর্যবেক্ষক পাঠানো বিষয়ে অতিরিক্ত সচিব বিষয়ে বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যত খুশি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাক তাতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই। ইসির সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে সভাপতিত্বে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল । বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ চেলেরি রিকার্ডো।