দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন পপ তারকা ম্যাডোনা। মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণে অসুস্থ ছিলেন তিনি। তার অসুস্থতা নাড়া দিয়েছিলো গোটা সঙ্গীত দুনিয়া কে। অবশেষে ১৫ দিন পর সুস্থাতার আভাস দিলেন তিনি নিজেই।
ম্যাডোনা জানিয়েছেন, তিনি ‘সুস্থ হয়ে উঠছেন’। গ্র্যামী জয়ী ম্যাডোনা ইনস্টাগ্রামে তার নিজের ভক্তদের প্রতি ‘ভালোবাসা–কৃতজ্ঞতা’ জানিয়ে পোস্ট দিয়েছেন এবং জানিয়েছেন স্থগিত রাখা ওয়ার্ল্ড ট্যুর আগামী অক্টোবরে শুরু হবে। এছাড়াও তিনি জানান – “আমি সুস্থ হওয়ার পথে আছি এবং আমার জন্য আপনাদের আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ।“
সব ঠিক থাকলে ‘গ্রেটেস্ট হিটস ট্যুর’ চলতি বছরের অক্টোবরেই শুরু করা যাবে বলে তিনি আশা করছেন।