
মিষ্টি হাসির মেয়েটা মাত্র ১৩ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন। পরিচালক জাকির হোসেন রাজু’র ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক ঘটে ঢাকাই সিনেমার এই নায়িকার।
১৯৮৪ সালের আজকের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। আজ তার জন্মদিন। তার আসল নাম দিলারা হানিফ রীতা। অভিনয়ের প্রতি তার অনুরাগ ছিল ছোটবেলা থেকেই। তাই নবম শ্রেণীতে পড়ার সময় সিনেমা জগতে অভিনয় শুরু করেন তিনি। পূর্ণিমা নামেই ঢালিউডে আবির্ভুত হন তিনি এবং দর্শক হৃদয়ে জায়গা করে নেন সহজেই। মনের মাঝে তুমি’, মেঘলা আকাশ’, ‘শিকারী’, ‘স্বামী-স্ত্রী যুদ্ধ’, ‘মেঘের পর মেঘ’, ‘হৃদয়ের কথা’, তার উল্লেখযোগ্য কাজ। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
নাটকের পাশাপাশি মডেলিং, উপস্থাপনাতেও সাফল্য পান এ জনপ্রিয় অভিনেত্রী।