
বগুড়ায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার এ্যাসোসিয়েশন জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের সাতমাথায় সোমবার বেলা ১১ টায় মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ জানান- শহরের অদূরে ফুলতলা এলাকায় হোটেল Sies Ta ( সিয়েস্তা ) ডিজে প্রোগ্রামের নামে গ্রামের অল্প বয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নৃত্য এবং দেহ ব্যবসার কাজে সহযোগিতা করছে। সামাজিক এমন অবক্ষয়ের রোধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণে এই মানববন্ধন কর্মসূচি বলে জানান আয়োজকেরা ।
সম্প্রতী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ফাঁস হয়। সেখানে দেখা যায় যুবতী মেয়েদের নিয়ে অসমাজিক কাজের প্রস্তুতি চলছে। অশ্লীল নৃত্য উপভোগ করছে তরুণেরা। কয়েকটি সূত্রের দাবী, বগুড়া শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি রয়েছে। অনেকে হোটেল সিয়েস্তা’কে দেশব্যাপী আলোড়নসৃষ্টিকারী পাপিয়া’র হেরেম খানার সাথে তুলনা করেছেন । হোটেল সিয়েস্তার ডিজে পার্টি সহ নানা অসামাজিক কর্মকান্ডের নিয়মিত গ্রাহক শহরের অনেক নামী রাজনীতিবিদেরাও জড়িত। সিয়েস্তার হেরেম খানায় নিয়মিত তাদের আসর বসে । ডিজে পার্টির আসরের নিয়মিত গ্রাহকদের তালিকা না’কি এতই সমৃদ্ধ যে তা প্রকাশ হলে শহরের রাজনৈতিক বৃন্দের মুখোশ উন্মোচন হবে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা সম্মানিত সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার সহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল উপস্থিত ছিলেন । মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।