পরপর দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে ছিল বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
সেই কাজটি বেশ দাপটের সঙ্গে করেছে টাইগাররা। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
১২৬ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে বাংলাদেশ মাত্র ২৩.৩ ওভারেই ৩ উইকেটে নির্ধারিত (১২৯/৩) লক্ষ্যমাত্রাকে অতিক্রম করে ফেলে।
বাংলাদেশ জিতেছে সাত উইকেটের ব্যবধানে। বাংলাদেশ সান্ত্বনার জয় পেলেও, ওদিকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে আনন্দে মাতোয়ারা আফগানরা।
স্কোর-
আফগানিস্তান ১২৬ (অল আউট) (৪৫.২ ওভার)
বাংলাদেশ ১২৯/৩ (২৩.৩ ওভার)
বাংলাদেশ ৭ উইকেটে জয়ী