সোমবার (১০ জুলাই) কুমিল্লা সিটির জমজম হোটেলে অনুষ্ঠিত হলো ডাইনামিক কনজ্যুমার এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রীজ এর জুন মাসের মাসিক সেলস্ মিটিং সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডাইনামিক গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক রোটারিয়ান এম. নাজমুল হাসান। কোম্পানীর হেড অব সেলস্ জনাব বাবুল কুমার দেবনাথের সভাপতিত্বে অনুস্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপ-ব্যবস্হাপনা পরিচালক জনাব আবু জাফর মনসুর আহমেদ। অনুস্ঠানে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট জোনের সেলস্ ম্যানেজার গন সহ অন্যন্য ম্যানেজার গন তাদের মাসিক সেলস্ এর অগ্রগতি ও অর্জন এবং কোম্পানীর উন্নতি বিষয়ে আলোকপাত করেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd