গেল ঈদে মুক্তি পেল বাংলার কিং শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’, এটা এখন পুরনো খবর। আর ঈদুল ফিতরে তিনি উপহার দিয়েছিলেন ‘লিডার, আমিই বাংলাদেশ”, তাও সবার জানা কারণ লিডার দিয়েই বছরের প্রথম চমক্টি দেন শাকিব খান।
কিন্তু এ বছরের কুরবানী ঈদে তো শাকিব ভেঙ্গে ফেললেন সেই রেকর্ড’ও। প্রথম দিন থেকেই ‘প্রিয়তমা’- ঝড় বইছে বাংলাদেশে। দর্শকদের উপচে পড়া ভিড় সামাল দিতে রীতিমত বেগ পেতে হলো হল কর্তৃপক্ষের।
এরইমধ্যে এই ছবি ‘ব্লকবাস্টার’- এর পথে। মুক্তির দ্বিতীয় সপ্তাহ চললেও মাল্টিপ্লেক্সে শো বেড়েছে ছবিটির। পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও হাউজফুল যাচ্ছে এই সিনেমার শো। আমেরিকা - কানাডা তেও ছবিটি মুক্তির পর দর্শক সমাগম উল্লেখযোগ্য।
ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। তার অভিনয়ও নজর কেড়েছে সবার । পাশাপাশি পরিচালক হিমেল আশরাফ তার পরিচালিত দ্বিতীয় ছবির মাধ্যমে তাক লাগিয়েছেন ঢাকাই সিনেমার সিনেমাপ্রেমীদেরকে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd