ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দুই মাস ধরে রাজহীন পরী!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • ১৬৪৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিচ্ছেদ হয়নি, তবুও দুই মাস ধরে আলাদা থাকছেন ঢাকাই সিনেমার আলোচিত জুটি রাজপরী। মে মাসের মাঝামাঝি সময়ে বাসা থেকে রাজ বেরিয়ে যাবার পর থেকে পরীমণি রাজের আলাদা জীবন শুরু হয়। ছেলে রাজ্যর জন্মের পর প্রতি মাসের ১০ তারিখে দিনটি স্মরণীয়ইয় করে রাখতে ঘরোয়া ভাবে কেক কেটে দিনটি উদযাপন করেন পরী। রাজ্যর ১০ মাস পূর্ণ হওয়ার কেক কাটার আয়োজনে শেষ বারের মতো রাজ্যের সাথে পরীর বাড়িতে দেখা যায় রাজকে। দেখা দিয়েই আবার বাড়ি থেকে বেড়িয়ে পরেন তিনি। এমনকি পরীমণি তাঁর ছেলে রাজ্যর ঈদ উদযাপনেও ছিলেন না শরিফুল রাজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঈদ নিয়ে দেখা যায় নি তাদের কোনও উদযাপন। এ মাসের ১০ তারিখ তাই একাই সন্তানের কেক কাটলেন পরী। রাজ তাদের দেখতে আসে নি বরং জানা গেছে ঈদের পর থেকেই ছুটি কাটাতে মালদ্বীপ ঘুরতে গেছেন রাজ। এখনও দেশে ফেরেননি। তবে মালদ্বীপ যাওয়ার আগে বিষয়টি জানিয়েছিলেন। পরীমণির ভাষ্য অনুযায়ী রাজের সঙ্গে প্রায় দুই মাস হয় আলারাজদা আছেন তিনি। কোথায় আছেন, কী করছেন তার কিছুই তিনি জানেন না এবং জানতেও চান না।

উল্লেখ্য, বিগত সাংসারিক ঝামেলার পর নায়িকা পরীমণি অভিনেতা রাজ একে অপরের সঙ্গে আর থাকতে চান না, এমনটা উভয়েই গণমাধ্যম কে জানিয়েছেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই মাস ধরে রাজহীন পরী!

আপডেট সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

বিচ্ছেদ হয়নি, তবুও দুই মাস ধরে আলাদা থাকছেন ঢাকাই সিনেমার আলোচিত জুটি রাজপরী। মে মাসের মাঝামাঝি সময়ে বাসা থেকে রাজ বেরিয়ে যাবার পর থেকে পরীমণি রাজের আলাদা জীবন শুরু হয়। ছেলে রাজ্যর জন্মের পর প্রতি মাসের ১০ তারিখে দিনটি স্মরণীয়ইয় করে রাখতে ঘরোয়া ভাবে কেক কেটে দিনটি উদযাপন করেন পরী। রাজ্যর ১০ মাস পূর্ণ হওয়ার কেক কাটার আয়োজনে শেষ বারের মতো রাজ্যের সাথে পরীর বাড়িতে দেখা যায় রাজকে। দেখা দিয়েই আবার বাড়ি থেকে বেড়িয়ে পরেন তিনি। এমনকি পরীমণি তাঁর ছেলে রাজ্যর ঈদ উদযাপনেও ছিলেন না শরিফুল রাজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঈদ নিয়ে দেখা যায় নি তাদের কোনও উদযাপন। এ মাসের ১০ তারিখ তাই একাই সন্তানের কেক কাটলেন পরী। রাজ তাদের দেখতে আসে নি বরং জানা গেছে ঈদের পর থেকেই ছুটি কাটাতে মালদ্বীপ ঘুরতে গেছেন রাজ। এখনও দেশে ফেরেননি। তবে মালদ্বীপ যাওয়ার আগে বিষয়টি জানিয়েছিলেন। পরীমণির ভাষ্য অনুযায়ী রাজের সঙ্গে প্রায় দুই মাস হয় আলারাজদা আছেন তিনি। কোথায় আছেন, কী করছেন তার কিছুই তিনি জানেন না এবং জানতেও চান না।

উল্লেখ্য, বিগত সাংসারিক ঝামেলার পর নায়িকা পরীমণি অভিনেতা রাজ একে অপরের সঙ্গে আর থাকতে চান না, এমনটা উভয়েই গণমাধ্যম কে জানিয়েছেন।