মঙ্গলবার (১১ জুলাই) সরকারের করা মামলায় নেত্রকোনা জজ কোর্টে হাজির হয়ে স্থায়ী জামিন পেয়েছেন বিএনপি নেতা এম. নাজমুল হাসান।
এরপর বিকেলে আটপাড়া উপজেলার ২ নং শুনুই ইউনিয়নের গোয়াতলা সেতুর বাজার, মুনসুরপুর বাজার ও স্বল্প শুনুই বাজারে ব্যপক গণসংযোগ করেন তিনি।
এসময় স্থানীয় দুইটি মসজিদ ও মাদ্রাসার সংস্কারে আর্থিক অনুদান প্রদান করেন এম নাজমুল হাসান।
এই সময় উপস্থিত ছিলেন ২ নং শুনুই ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বিশ্বাস, ২নং শুনুই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সাঞ্জু , ২নং শুনুই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস খাঁন, ২নং শুনুই ইউনিয়ন যুবদলের সভাপতি চান মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলি নেওয়াজ, সাবেক সভাপতি রহিছ মিয়া, আটপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সাংস্কৃতিক সম্পাদক বজলু রহমান, আটপাড়া উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ফজলু, ২ নং শুনুই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, বিএনপি নেতা সমাজ মিয়া, সাবেক মেম্বার ও বিএনপি নেতা জাহাঙ্গীর, আটপাড়া উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব নূর আহমেদ ফরিদ।