ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভিলেন চরিত্রে ফিরছেন জেনিফার গার্নার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • ১৬৭৮ বার পড়া হয়েছে

হলিউডের মার্ভেল সিরিজের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা সিরিজের একটি ‘ডেডপুল’। সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমাই দারুণভাবে দর্শক টেনেছে। চমকের ধারাবাহিকতা বজায় রেখে এবার এ সিরিজের তৃতীয় পর্ব আসতে চলেছে। এর নাম ‘ডেডপুল ৩’। চমৎকার একটি অ্যাকশনধর্মী সিনেমা আসতে চলেছে এমনটাই আভাস পাওয়া গেছে টিম ডেডপুল ৩ – এর কাছ থেকে। কারণ এ সিনেমায় রায়ান রেনল্ডসকে প্রধান চরিত্র করে এবং অবসর ভেঙে উলভারিন চরিত্রে হলিউড তারকা হিউ জ্যাকম্যানকে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়াও এই সিনেমা তে অ্যান্টিহিরোইন ইলেকট্রা চরিত্র দিয়ে ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার গার্নার। প্রায় ১৮ বছর পর আবারো ভিলেন চরিত্রে ফিরছেন তিনি। এই মুভিতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। বলতে গেলে হলিউডের জনপ্রিয় দুই সুপারহিরোর বিপরীতে একাই লড়তে দেখা যাবে তাঁকে।

এছাড়াও অভিনয় করবেন লেসলে উগ্যামস, এমা করিন, মরিনা ব্যাকারেন, টিজে মিল্যার ও টম হিডেলস্টোনের মতো তারকা। ধারণা করা হচ্ছে, আগের দুই পর্বের চেয়েও এ সিনেমাটি বেশি সাড়া ফেলবে। আগামী বছরের ৩ মে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিলেন চরিত্রে ফিরছেন জেনিফার গার্নার

আপডেট সময় : ০৮:০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

হলিউডের মার্ভেল সিরিজের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা সিরিজের একটি ‘ডেডপুল’। সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমাই দারুণভাবে দর্শক টেনেছে। চমকের ধারাবাহিকতা বজায় রেখে এবার এ সিরিজের তৃতীয় পর্ব আসতে চলেছে। এর নাম ‘ডেডপুল ৩’। চমৎকার একটি অ্যাকশনধর্মী সিনেমা আসতে চলেছে এমনটাই আভাস পাওয়া গেছে টিম ডেডপুল ৩ – এর কাছ থেকে। কারণ এ সিনেমায় রায়ান রেনল্ডসকে প্রধান চরিত্র করে এবং অবসর ভেঙে উলভারিন চরিত্রে হলিউড তারকা হিউ জ্যাকম্যানকে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়াও এই সিনেমা তে অ্যান্টিহিরোইন ইলেকট্রা চরিত্র দিয়ে ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার গার্নার। প্রায় ১৮ বছর পর আবারো ভিলেন চরিত্রে ফিরছেন তিনি। এই মুভিতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। বলতে গেলে হলিউডের জনপ্রিয় দুই সুপারহিরোর বিপরীতে একাই লড়তে দেখা যাবে তাঁকে।

এছাড়াও অভিনয় করবেন লেসলে উগ্যামস, এমা করিন, মরিনা ব্যাকারেন, টিজে মিল্যার ও টম হিডেলস্টোনের মতো তারকা। ধারণা করা হচ্ছে, আগের দুই পর্বের চেয়েও এ সিনেমাটি বেশি সাড়া ফেলবে। আগামী বছরের ৩ মে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।