আসছে বছরের প্রতিক্ষীত সিনেমা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। করণ জোহরের ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন হিট জুটি রণবীর -আলিয়া ভাট।
ছবির একটি গান ‘তুম কেয়া মিলে’র শুটিং থেকে নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি নতুন ভ্লগ প্রকাশ করেছেন নতুন প্রজন্মের ক্রেজ আলিয়া ভাট। সাত মিনিটের এই ভিডিওতে দেখা গিয়েছে পরিচালক করণ জোহরকেও। কাশ্মীরের বরফ ঘেরা মনোরম লোকেশনে -৩ ডিগ্রী সেলসিয়াসে ‘তুম কেয়া মিলে’র শুটিং চলাকালীন সময়ের বেশ কিছু মেমোরি আর পরিশ্রমের গল্প উঠে এসেছে ভ্লগটিতে। সেখানেই আলিয়ার কাছে ক্ষমা চাইতে দেখা গিয়েছে করণ জোহরকে। প্রায় ১৭ বছর পর শিফন শাড়ীতে পুনরায় শুটিং করলেন করণ এবং এই বৈরী আবহাওয়ায় শুটিং এর পর অনেকেই ঠান্ডায় অসুস্থ হয়ে পরেছেন বলে জানা গেছে ভ্লগটিতেই। এত ঠান্ডাতে পাতলা শিফনে আলিয়াকে দিয়ে কাজ করানোর জন্যই আলিয়ার কাছে বারবার ক্ষমা চাইছিলেন তিনি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd