
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়ায় একটি লোহার ফ্ল্যাট বার ফ্যাক্টরিতে ক্রেনে ফ্ল্যাট বার বেঁধে ওঠানোর পর শিকল ছিঁড়ে মাথাসহ শরীরের ওপর পড়ে মো. খালেক (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ফ্যাক্টরির সুপারভাইজার ইয়াসিন আরাফাত বলেন, ফ্যাক্টরিতে লোহার বারগুলো শিকল দিয়ে বেঁধে ক্রেনের হুকে লাগানোর পর শিকল ছিঁড়ে খালেকের শরীরে পড়ে। তাকে উদ্ধার করে বিকেলে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত খালেক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল গ্রামের মৃত শাহজামালের ছেলে। তিনি কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন তিনি।
এদিকে আজ দুপুর পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলাপাড়ায় একটি নির্মাণাধীন মার্কেটের ওপরে চলন্ত সিড়ি উঠানোর সময় ক্রেন ছিড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সেলটেক নামের এক কোম্পানি মার্কেট নির্মাণের দায়িত্বে ছিলো। ক্রেনের ঠিকাদার আনোয়ার হোসেন জানান, শেলটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের নির্মাণাধীন ৯ম তলা ভবনে বেশ কয়টি সিড়ি লিফট নিচ থেকে ওপরে উঠানোর সময় তার ছিড়ে পড়ে যায়। তখন দুইজন শ্রমিক লিফটের নিচে চাপা পড়েন। এ সময় তোবারক ঘটনাস্থলেই মারা যান এবং আহত অবস্থায় শহিদকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শহিদকে মৃত ঘোষণা করেন।
নিহত দুই শ্রমিক হলেন- নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার বিহাকৈরের শারজাহানের ছেলে তোবারক (৫০) ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার চানপুর গ্রামের আব্দুর রবের ছেলে শহিদ (৩৫)।
এছাড়াও আজ দুপুরের দিকে মানিকগঞ্জ শহরের চাঁদনী রয়েল টাওয়ারের নবম তলায় লিফটের কাজ করার সময় নিচে পড়ে মো. আয়াত আলী (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত আয়াত আলী সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের চর ধানকোরা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি ভবনটির নির্মাণপ্রতিষ্ঠান ধলেশ্বরী হাউজিং লিমিটেডের শ্রমিক ছিলেন। এ ব্যাপারে ধলেশ্বরী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, শ্রমিকের অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে ।