২০০৩ সালে প্রতিষ্ঠিত অনলাইন ঘড়ি বিক্রির প্লাটফর্ম 'ক্রোনো ২৪’ এর মালিক হিসেবে আত্মপ্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো মোট মালিকানার কত শতাংশ শেয়ার ক্রয় করেছেন, তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। ইউটিউবে দেয়া এক বার্তায় ক্রোনো ২৪ জানায়, রোনালদো ছাড়াও আরও কিছু সেলেব্রেটি অতি দ্রুতই তাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন। ব্যক্তিগতভাবে রোনাল্ডো এক জন ঘড়িপ্রেমী। তাঁর সংগ্রহে ১৬ লাখ পাউন্ড মূল্যের ফ্রাঙ্ক মুলের প্রতিষ্ঠানের বানানো হীরকখচিত ঘড়ি , ৪ লাখ পাউন্ড দামের রোলেক্স জিএমটি-মাস্টার টু আছে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত অনলাইন প্লাটফর্ম 'ক্রোনো২৪' বিভিন্ন ডিলার থেকে কেনা প্রায় ৫ লাখ ৩০ হাজার ঘড়ি নিয়ে তা বিক্রির জন্য প্রদর্শন করেছে। পৃথিবীর ১২০টি দেশে ঘড়ির বিক্রির জন্য প্রায় ৩০ হাজার বিক্রয়কর্মীও আছে প্রতিষ্ঠানটির।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd