টাঙ্গাইলের ঘাটাইলে ইজি বাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রাতে ঘরে ঢোকা চোরদের চিনে ফেলায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গত বুধবার রাতে উপজেলায় নিহত ব্যক্তির নিজ ঘর থেকেই লাশটি উদ্ধার করা হয়। ওই রাতে ঘাটাইল থানার ওসি মোঃ লোকমান হোসেন উদ্ধার করেন লাশটি।
৫০ বছর বয়সী নিহত মোহাম্মদ আলম মিয়া ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ হোসেন মাস্টারের ছেলে। আলম মিয়া পেশায় ইজি বাইক চালক ছিলেন।
স্থানীয়দের বয়ানে ওসি লোকমান হোসেন বলেন, সকালে প্রতিবেশীরা আলম মিয়ার ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এই সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা আলম কি ডাকাডাকি করে।কোন সাড়া শব্দ না পেয়ে তারা পুলিশে খবর দেন এবং পরবর্তীতে পুলিশ গিয়ে আলম মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে। ওসি মোহাম্মদ লোকমান বলেন ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd