ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি “মা”। প্রচার প্রচারণা নিয়ে ব্যাস্ত দিন কাটানোর পর এখন ১১ মাসের রাজ্যকে নিয়েই কাটছে তার দিন-রাত।
সামনে আসার কথা রয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ “পাফ ড্যাডি”। বহু আগেই শেষ হয়েছে ওয়েব সিরিজটির শুটিং। তবে নানা কারণে পোস্ট প্রোডাকশনের কাজ পিছিয়ে যায়। তাই মুক্তির আলো দেখে নি সিরিজটি।
এবার অনেক দিন পর পরীমনি এ ওয়েব সিরিজের ডাবিংয়ের মাধ্যমে কাজে ফিরলেন। তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিষয়টি জানান।
আজ অবধি এ নায়িকাকে পর্দায় বিভিন্ন রূপে দেখা গেলেও এ সিরিজের মাধ্যমেই প্রথম পুলিশের চরিত্রে ওভিনয় করছেন তিনি। তার সাহসী ব্যাক্তিত্ব এমনিতেই দর্শকদের খুব পছন্দের। পর্দায় এ চরিত্র তিনি কতটা ফুটিয়ে তুলতে পারেন তা দেখার জন্যই অধীর আগ্রহী পরী ভক্তরা। ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজে পরীর বিপরীতে অভিনয় করছেন আরেক প্রিয় অভিনেতা সজল।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd