অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো তে কোন ছবি কেমন চলছে, তার নির্দিষ্ট কোনো তথ্য ও ইনসেনটিভ দেওয়া হয় না – অভিযোগে স্য়াগ-আফট্রা, হলিউড অভিনেতা ইউনিয়ন নেমেছে ধর্মঘটে। এর আগে, গত মে মাস থেকে হলিউডের ধর্মঘট শুরু করেছেন। সাড়ে এগারো হাজার লেখক একসঙ্গে ধর্মঘটে নেমেছেন। বেতনবৃদ্ধি সহ একাধিক দাবি আছে তাদের। কিন্তু এবার প্রায় এক লাখ ষাট হাজার অভিনেতা সম্বলিত হলিউড অভিনেতা ইউনিয়ন বেতনবৃদ্ধির দাবিতে রাস্তায় নামলো।
তাদের দাবি হলো, সাধারণত কোনো ছবি বা সিরিয়াল যখন মার্কিন টেলিভিশনে দেখানো হয়, তখন সেই ছবির জনপ্রিয়তার উপর নির্ভর করে ইনসেনটিভ দেওয়া হয়। যা অভিনেতাদের রোজগারের একটি বড় জায়গা। তাই অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলিকে অভিনেতাদের বেশি টাকা দিতে হবে। ইউনিয়নের অভিযোগ, এবিষয়ে স্টুডিও কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনার চেষ্টা করলেও স্টুডিও কর্তৃপক্ষ তাদের কথা শোনেননি। বরং তারা খবর ফাঁস করে দিয়েছে বাইরে। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বুধবার রাতে এ বিষয়ে বৈঠক শুরু হয়েছে। ডয়চে ভেলে’র সূত্রমতে এসব তথ্য জানা গেছে।
১৯৬০ সালের পর হলিউডে এমন ধর্মঘট হয়নি। ধর্মঘট চলতে থাকলে ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd