ভারতের দিল্লিতে যমুনা নদীর পানির স্তর বেড়ে দাঁড়িয়েছে ২০৭.৫৫ মিটার, যা দীর্ঘ ৪৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ১৯৭৮ সালের বন্যার সময় পানির স্তরের রেকর্ড ছিল ২০৭ দশমিক ৪৯ মিটার, যা বর্তমানের তুলনায় কিছুটা কম।
প্রশাসন আশঙ্কা করছে এই পানির স্তর আরো বাড়তে পারে। আগাম সতর্ক মূলক পদক্ষেপ হিসেবে বন্যা এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।
যমুনা পানির স্তর বাড়তে থাকায় দিল্লির নিম্ন এলাকা গুলোতে পানি ঢুকতে শুরু করেছে, দিল্লির নিম্নাঞ্চলে থাকা শহরগুলো প্লাবিত হচ্ছে। পরিস্থিতি ক্রমে খারাপ হওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জরুরী বৈঠক ডেকেছেন। রবিবার বেলা ১১ টায় যমুনার পানির তোর ২০৩ দশমিক ১৪ মিটার থাকলেও বিকাল ৫ টায় পানি স্তর বেড়ে হয় ২০৫ দশমিক ৪ মিটার। মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই স্তর বিপদ সীমা ছাড়িয়ে যায়।
দিল্লির মনস্ট্রি মার্কেট, কাশ্মীরি গেট, রিংরোড সহ আরো অনেক এলাকা প্লাবিত হয়েছে। ঘরে ঘরে পানি ঢুকেছে, এবং সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ অব্যাহত রয়েছে। বালির বস্তা ফেলে অস্থায়ী বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে দিল্লির রিংরোডে।সেখানকার বাসিন্দাদের উদ্ধারের জন্য বড় বড় গাড়ির ব্যবস্থা করা হচ্ছে।
এ ব্যাপারে পানিমন্ত্রী সৌরভ ভরদ্বাজ কে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, পরিস্থিতি মোকাবেলায় সরকার পুরোপুরি প্রস্তুত। তিনি আরো বলেন ওটা পরিস্থিতির উপর এবং সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে প্রতিমুহূর্তের নজর রাখা হচ্ছে বলে জানান ভারত সরকার।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd