শুক্রবার ভারতীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের পথে রওনা হয়েছে চন্দ্রযান-৩।এলভিএম-৩ রকেট দিয়ে চাঁদের উদ্দেশে চন্দ্রযানটিকে উৎক্ষেপণ করা হয়| এটি ভারতের তৃতীয় চন্দ্রাভিযান | এ চন্দ্রাভিযানের ল্যান্ডার অংশ চাঁদের মাটিতে অবতরণ করবে আর রোভার অংশ চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে থাকবে।
ল্যান্ডারটির আগস্টের ২৩-২৪ তারিখে চাঁদের পিঠে নামার কথা রয়েছে| এই অভিযান সফলতার মুখ দেখলে ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদের পৌঁছনোর কৃতিত্ব অর্জন করবে।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেস-স্টেশনে নিয়মিত তথ্য পাঠাচ্ছে চন্দ্রযান-২-এর প্রদক্ষিণরত অরবিটার| চন্দ্রযান-৩ অভিযানে একই অরবিটারটিকে ব্যবহার করা হবে বলে জানিয়েছে,ইসরো। ইসরোর প্রধান শ্রীধর পানিক্কর সোমনাথ বলেন,‘রোভারে থাকা পাঁচটি যন্ত্র চন্দ্রপৃষ্ঠের প্রাকৃতিক চরিত্র, সংলগ্ন বায়ুমণ্ডলের বিশ্লেষণ করা, আর চন্দ্রপৃষ্ঠের ঠিক নিচে কী হচ্ছে, তা খুঁজে দেখার লক্ষে কাজ করবে। আমি আশা করি নতুন কিছু খুঁজে পাব।’
চাঁদের পৃষ্ঠের রাসায়নিক বিশ্লেষণ করে চাঁদের বয়স আবিষ্কারেরও চেষ্টা চলবে বলে বিবিসিকে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।