গতকাল বৃহস্পতিবার ( ১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে দিয়ে আঞ্চলিক সংস্থাটির শীর্ষ এই পদে তৃতীয় বাংলাদেশি হিসেবে নিয়োগ পেলেন তিনি।
সার্কের মহাসচিব হিসেবে এর আগে বাংলাদেশের কূটনীতিক আবুল আহসান এবং কিউ এ এম এ রহিম দায়িত্ব পালন করেছিলেন।
গোলাম সারওয়ার ১৯৯০ সালে বিসিএস ১০ম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এ ছাড়া তিনি ওমান ও সুইডেনে রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গোলাম সারওয়ার দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ছিলেন।
নোয়াখালীর বাসিন্দা রাষ্ট্রদূত গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে জার্মানিতে ডিপ্লোমা অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিয়ার ইস্ট-সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ থেকে সিনিয়র এক্সিটিউটিভ কোর্স করেছেন।