ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মহিষসহ রাখালের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • ১৬৭১ বার পড়া হয়েছে

বগুড়ার সারিয়াকান্দিতে সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে ৬টি মহিষসহ সবুজ প্রামানিক নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের রামনগর এলাকায় মহিষের বাথান চড়ানোর সময় এই ঘটনা ঘটে।

৪০ বছরের সবুজ উপজেলার হিন্দুকান্দি এলাকার মৃত ইফেজ আলী প্রামানিকের ছেলে। তিনি মহিষের রাখাল হিসেবে কাজ করতেন।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, সবুজ রামনগর এলাকার একটি মাঠে মহিষের বাথান চড়াতে নিয়ে এসেছিল। দুপুরে মহিষের শিঙ বা গায়ের ধাক্কায় বাঁশের খুঁটিসহ টাঙানো সেচপাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। এতে ছয়টি মহিষ বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মহিষগুলোকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে সবুজ প্রামানিকও ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।

ওসি বলেন, সবুজের মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য নিহতের বাড়িতে যাচ্ছি। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মহিষসহ রাখালের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

বগুড়ার সারিয়াকান্দিতে সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে ৬টি মহিষসহ সবুজ প্রামানিক নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের রামনগর এলাকায় মহিষের বাথান চড়ানোর সময় এই ঘটনা ঘটে।

৪০ বছরের সবুজ উপজেলার হিন্দুকান্দি এলাকার মৃত ইফেজ আলী প্রামানিকের ছেলে। তিনি মহিষের রাখাল হিসেবে কাজ করতেন।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, সবুজ রামনগর এলাকার একটি মাঠে মহিষের বাথান চড়াতে নিয়ে এসেছিল। দুপুরে মহিষের শিঙ বা গায়ের ধাক্কায় বাঁশের খুঁটিসহ টাঙানো সেচপাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। এতে ছয়টি মহিষ বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মহিষগুলোকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে সবুজ প্রামানিকও ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।

ওসি বলেন, সবুজের মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য নিহতের বাড়িতে যাচ্ছি। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।