আজ শুক্রবার ( ১৪ জুলাই) মার্কিন দূতাবাসের একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল চারদিনের (১১-১৪ জুলাই) বাংলাদেশের সফরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শন শেষ করেছেন।
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া মিয়ানমার এবং বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের সমর্থনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও ৭৪ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০ কোটি টাকার অনুদানের ঘোষণা করেছেন। এই নিয়ে ২০১৭ সাল থেকে এই অঞ্চলে রোহিঙ্গা ও তাদেরকে আশ্রয়দানকারী জনগোষ্ঠীর জন্য আমেরিকার সহায়তার পরিমাণ ২১ হাজার কোটি টাকা ছাড়াল।