ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছেন। জেনারেল সোকভ রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার ছিলেন। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি। জেনারেল সোকভের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত রাশিয়া-১ চ্যানেলের টকশো উপস্থাপক স্কাবেয়েভা বলেন, ‘যুক্তরাজ্যের দেওয়া স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে ওলেগ সোকভ মারা গেছেন।’
ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, ইউক্রেনের আক্রমণে আজভ সাগরের উপকূলে বারদিয়ানস্ক শহরের রাশিয়ান সামরিক কমান্ডারদের থাকার হোটেলে হামলা চালালে সেটি ধ্বংস হয়ে যায়। এ হামলায় মারা যান জেনারেল ওলেগ সোকভ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd