ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার হার ক্রমেই আশংকাজনকভাবে বেড়ে চলছে।হাসপাতালগুলোতে ক্রমশ বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন শিশু ও বৃদ্ধরা।
ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর।স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়।সাধারণত জুলাই থেকে অক্টোবর মাসে এর প্রকোপ বেশি দেখা যায়।এসময়ে টানা কয়েকদিন জ্বর অন্যান্য উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে হাসপাতালে যেয়ে প্রয়োজনীয় টেস্ট করে নিশ্চিত হয়ে নেওয়া উত্তম।
আগে থেকে সতর্কতা অবলম্বন করলে এ রোগ প্রতিকার ও প্রতিরোধ করা সহজতর হয়।তিনদিনের বেশি সময়ের জন্য যাতে কোনো পাত্রে পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ফুলের টব, পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত খাবারের পাত্র,নির্মাণাধীন ভবনের মেঝে, লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও আশপাশের স্থাপনাগুলোতে পানি জমতে দেবেন না।ঘুমানোর সময় মশারী ব্যবহার করতে ভুলবেন না।
প্রয়োজনে হটলাইন ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd