বন্যার পানিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে| অতিবৃষ্টির পর যমুনা নদীর পানি বেড়ে তা শহরে ঢুকে পড়ে।বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।এ শহরের ব্যস্ততম সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। পানির নিচে তলিয়ে গেছে দিল্লির অনেক অঞ্চল। সেখানকার স্থানীয় সরকার স্কুল, কলেজ, শ্মশানসহ পানি শোধনাগারও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনীর সহায়তা চেয়েছেন।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ শুক্রবার(১৪ জুলাই) একটি টুইট বার্তায় বলেন, ইঞ্জিনিয়াররা সারা রাত কাজ করছেন । আমি মুখ্য সচিবকে সেনা/এনডিআরএফ-এর সাহায্য নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।
‘সাউথ এশিয়া নেটওয়ার্কস অন ড্যাম, রিভারস, পিপলের’ সহযোগী সমন্বয়ক ভিম সিং রাওয়াত বলেছেন, যমুনার পানির স্তর বেড়ে যাওয়ার কারণ হলো পলি জমে তলদেশের উচ্চতা বৃদ্ধি|
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd