মার্কিন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাক্টিক দীর্ঘদিন থেকে মহাকাশে পর্যটন নেওয়ার জন্য কাজ করছে। এবার ভার্জিন গ্যালাক্টিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রনসন আগস্ট মাসে প্রথমবারের মতো পর্যটক নিয়ে মহাকাশ ভ্রমণে যাওয়ার ঘোষণা দিয়েছেন । গ্যালাক্টিক ২’ মহাকাশ যানে চড়ে মহাকাশে পাড়ি দিতে সাড়ে চার লাখ মার্কিন ডলার গুনতে হবে । প্রথম মহাকাশ যাত্রায় মহাকাশে যাওয়ার সুযোগ পাবে তিনজন পর্যটক
মহাকাশযানটি মহাকাশে পৌঁছানোর পর ‘জিরো গ্রাভিটি’ বা ওজনহীনতার অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি পৃথিবীকে দূর থেকে দেখতে পারবেন ভ্রমণকারী পর্যটকরা । ভার্জিন গ্যালাক্টিক জানিয়েছে, মহাকাশ ভ্রমণের ভিডিও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।ভার্জিন গ্যালাক্টিক মহাকাশে রকেট দিয়ে পারি দেওয়ার পরিবর্তে অন্য পদ্ধতিতে পাড়ি দেওয়ার জন্য এক্স ১ এবং এক্স ১৫ বিমান দিয়ে গবেষণা করেন।
বর্তমানে এক্স ১৫ সবথেকে দ্রুত গতির বিমান ।