ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আবারো ধর্মগ্রন্থ অবমাননার প্রস্তুতি সুইডেনে

জুনে ৩৭ বছর-বয়সী ব্যক্তি স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআনের অনুলিপিতে আগুন দেন। ছবি: এপি

এবার সুডেনের স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের বাইরে আজ শনিবার পবিত্র গ্রন্থ তাওরাত ও বাইবেল পোড়ানোসহ একটি বিক্ষোভের অনুমতি দিয়েছে সুইডেন পুলিশ। কয়েক সপ্তাহ আগে স্টকহোমের প্রধান মসজিদের বাইরে ইরাকী অভিবাসী সালওয়ান মোমিকা কোরআনের অনুলিপিতে আগুন দিলে বিশ্বজুড়ে রোষের আগুন জ্বলে উঠে। পুলিশের কাছে আবেদন অনুসারে, কোরআন পোড়ানো প্রতিবাদের প্রতিক্রিয়া শনিবার বিক্ষোভে তাওরাত এবং বাইবেল পোড়ানো হবে। পাশাপাশি বাক স্বাধীনতাকে সমর্থন করে এই প্রস্তাব। সুইডেনের পররাস্ট্র মন্ত্রী এলি কোহেন এ গোলযোগ থামানোর জন্য প্রশাসনকে নির্দেশ নিয়ে গতকাল টুইট করেছেন।

জুনে সুইডিশ পুলিশ ৩৭ বছর-বয়সী সালওয়ান মোমিকাকে প্রতিবাদের অনুমতি দেয়। এতে সে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে দাঁড়িয়ে পবিত্র কুরআনের ওপর আঘাত করে বেশ কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে দেয় ।স্টকহোম পুলিশ জানায়, সুইডিশ আইনের সাথে সামঞ্জস্য রেখে তারা জনগণকে জনসমাবেশ করার অনুমতি দিয়েছে, তাদের পরিচালিত কার্যকলাপের জন্য নয়।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগসহ ইসরায়েলের বেশ কয়েকটি প্রতিনিধি এবং ইহুদি সংগঠনের নেতারা এই সিদ্ধান্তের খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। হারজগ বলেন ‘আমি বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছি। আমি এখন চিন্তিত যে একই পরিণতি ইহুদি জনগণের চিরন্তন গ্রন্থ ইহুদি বাইবেলের জন্য অপেক্ষা করছে।’

শুরুতে এই প্রতিবাদ বাক স্বাধীনতার অংশ বলা হলেও কর্তৃপক্ষ পরে জানায় এটি আদতে জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন। তাই বিষয়টি নিয়ে চিন্তাধারা পালটে নতুনভাবে তদন্ত করবে সুইডিশ পুলিশ। সুইডেনের সরকারও ‘ইসলামোফোবিক’ হিসেবে কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারো ধর্মগ্রন্থ অবমাননার প্রস্তুতি সুইডেনে

আপডেট সময় : ০৪:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

এবার সুডেনের স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের বাইরে আজ শনিবার পবিত্র গ্রন্থ তাওরাত ও বাইবেল পোড়ানোসহ একটি বিক্ষোভের অনুমতি দিয়েছে সুইডেন পুলিশ। কয়েক সপ্তাহ আগে স্টকহোমের প্রধান মসজিদের বাইরে ইরাকী অভিবাসী সালওয়ান মোমিকা কোরআনের অনুলিপিতে আগুন দিলে বিশ্বজুড়ে রোষের আগুন জ্বলে উঠে। পুলিশের কাছে আবেদন অনুসারে, কোরআন পোড়ানো প্রতিবাদের প্রতিক্রিয়া শনিবার বিক্ষোভে তাওরাত এবং বাইবেল পোড়ানো হবে। পাশাপাশি বাক স্বাধীনতাকে সমর্থন করে এই প্রস্তাব। সুইডেনের পররাস্ট্র মন্ত্রী এলি কোহেন এ গোলযোগ থামানোর জন্য প্রশাসনকে নির্দেশ নিয়ে গতকাল টুইট করেছেন।

জুনে সুইডিশ পুলিশ ৩৭ বছর-বয়সী সালওয়ান মোমিকাকে প্রতিবাদের অনুমতি দেয়। এতে সে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে দাঁড়িয়ে পবিত্র কুরআনের ওপর আঘাত করে বেশ কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে দেয় ।স্টকহোম পুলিশ জানায়, সুইডিশ আইনের সাথে সামঞ্জস্য রেখে তারা জনগণকে জনসমাবেশ করার অনুমতি দিয়েছে, তাদের পরিচালিত কার্যকলাপের জন্য নয়।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগসহ ইসরায়েলের বেশ কয়েকটি প্রতিনিধি এবং ইহুদি সংগঠনের নেতারা এই সিদ্ধান্তের খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। হারজগ বলেন ‘আমি বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছি। আমি এখন চিন্তিত যে একই পরিণতি ইহুদি জনগণের চিরন্তন গ্রন্থ ইহুদি বাইবেলের জন্য অপেক্ষা করছে।’

শুরুতে এই প্রতিবাদ বাক স্বাধীনতার অংশ বলা হলেও কর্তৃপক্ষ পরে জানায় এটি আদতে জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন। তাই বিষয়টি নিয়ে চিন্তাধারা পালটে নতুনভাবে তদন্ত করবে সুইডিশ পুলিশ। সুইডেনের সরকারও ‘ইসলামোফোবিক’ হিসেবে কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে।