
আজ শনিবার (১৫ জুলাই) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি বাফুফের প্রতি অসন্তোষ জানিয়ে পদত্যাগ করেছেন। আগামীকাল রোববার (১৬ জুলাই) ঢাকা ছেড়ে চলে যাবেন ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই টেকনিক্যাল ডিরেক্টর।
আগামী বছরের আগস্ট পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি থাকলেও এক বছর আগেই দায়িত্ব ছাড়ার বিষয়ে পলের ভাষ্য,আমি কখনোই বর্তমান চুক্তির চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করিনি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে জানিয়েছিলাম কিছু কিছু বিষয় পরিবর্তনের জন্য। বাফুফের বিভাগগুলো পূর্ণগঠন করা প্রয়োজন। বিশেষ করে পলের টেকনিক্যাল বিভাগে আরও জনবল প্রয়োজন ছিল। অথচ সেখানে আছেন মাত্র দুইজন এক্সিকিউটিভ। ফিন্যান্স বিভাগও জোরদার করা প্রয়োজন। বাফুফের ছাড়ার অন্যতম কারণ হিসেবে তার (পল) দাবি, ফিফা বাফুফের অনিয়ম-অসঙ্গতি নিয়ে ৫০ পাতার একটি বিশাল রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে কারা কারা যুক্ত, কোনো চারজন জড়িত সবই বর্ণনা রয়েছে। ফিফা যে প্রতিষ্ঠান নিয়ে অভিযোগ করেছে সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমি থাকতে পারি না। বাফুফে তাদের বিপক্ষে এখনও ব্যবস্থা নেয়নি। গত প্রায় দেড় মাস যাবত সভাপতির সঙ্গে আলোচনা করেও সুরাহা না হওয়ায় গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সিদ্ধান্ত জানিয়ে পল বাফুফে ত্যাগ করছেন।