ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তি দেয়া হয়েছে। ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী সানজিদা চৌধুরীসহ পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদৎ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে এটা সর্বোচ্চ শাস্তি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষাসহ কোনো কিছুতেই অংশ নিতে পারবেন না বহিষ্কৃতরা।